Friday, November 14, 2025

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম সোনা, শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড অবনী লেখারার

Date:

প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারার (Avani Lekharar)। ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে সোনা এনে দিলেন। রেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী অবনী। মহিলাদের শ্যুটিং এস এইচ ১ (SH-1) বিভাগে ২৪৯.৬ পয়েন্ট পেয়ে প্রথম হলেন তিনি। ভারতের প্রথম মহিলা যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন।
এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করে লেখেন, ‘সোনার দিন। শুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যে সোনা জিতেছে।’

এয়ার রাইফেলে দ্বিতীয় স্থানে শেষ করে চিন। চিনের কুইপিং ঝ্যাং পেয়েছেন ২৪৮.৯ পয়েন্ট এবং ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইরয়ানা শ্চেতনিক স্কোর করেন ২২৭.৫ পয়েন্ট। সোনার মেয়ে অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনা জেতার খবর ছড়াতেই উৎসবের মেজাজে ভাসছে দেশবাসী।

আরও পড়ুন – কাবুলে রকেট হামলা, এয়ারস্ট্রাইক মার্কিন বাহিনীর, নিহত ৬ জঙ্গি
প্যারালিম্পিক্সে ভারতের হয়ে এর আগে সোনা পেয়েছেন তিনজন। সাঁতারু মুরলিকান্ত পেটকার ১৯৭২ সালে প্রথম সোনা আনেন। এরপর জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২০০৪ এ প্রথম সোনা জেতেন। দ্বিতীয়বার তিনি সোনা পান ২০১৬ তে । ওই বছরই হাই জাম্পার থাঙ্গাভালু মারিয়াপ্পানও সোনা জেতেন। এরপর ২০২০ র প্যারালিম্পিক্সে চতুর্থ ভারতীয় হিসাবে সোনা ঘরে আনলেন অবনী লেখারার।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version