সময় যত বাড়ছে আফগানিস্তানে বাড়ছে আতঙ্ক। গতকালের পর আজ সকালেও রকেট হামলার ঘটনা ঘটে কাবুল বিমানবন্দরে। তাই দ্রুত আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে উঠেছে সকলেই। সূত্রের খবর এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন ১৫ থেকে ২০ জন ভারতীয়। তবে বিমানবন্দরের পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কাবুল বিমানবন্দর পৌঁছতে পারছেন না তাঁরা। অন্যদিকে শেষধাপের উদ্ধারকার্য চালাচ্ছে মার্কিন বাহিনী।ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন প্রায় এক হাজারেরও বেশি সৈন্যবাহিনী। সূত্রের খবর, বাকি চার হাজারও আগামিকালই দেশ ছাড়তে পারে । এদিকে, মার্কিন সেনা কিছুটা পিছু হটতেই বিমানবন্দর দখল নিতে শুরু করেছে তালিবান বাহিনী।

আরও পড়ুন:সাতসকালেই রকেট হামলা, কালো ধোঁয়ায় ঢাকল কাবুলের আকাশ

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, রবিবার বিমানবন্দরে এক হাজারের কাছাকাছি মার্কিন নাগরিক দেশে ফেরার অপেক্ষায় বসেছিলেন। সোম ও মঙ্গলবারের মধ্যেই তাদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরই মার্কিন সেনারাও আফগানিস্তান ছাড়বেন। এক মার্কিন সেনা আধিকারিক বলেন, “প্রত্যেক বিদেশী ও যাদের প্রাণ সঙ্কট রয়েছে, তাদের আজই ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করা হবে।”

শনিবার রাতেই ব্রিটেনের শেষ উদ্ধারকারী বিমানও উড়ান নেয় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুক্রবারও উদ্ধারকার্যে ইতি টেনেছে ফ্রান্স ও জার্মানি। আপাতত মার্কিন উদ্ধারকারী বিমানগুলির উদ্ধারকার্য শেষ করার অপেক্ষা। গতকালই এক মার্কিন আধিকারিক জানান, তালিবানরাও উদ্ধারকার্যে সাহায্য করছে। তারা মার্কিন নাগরিকদের বিমানবন্দরে পৌঁছতে নিরাপদ যাত্রাপথের ব্যবস্থা করছে।

এদিকে সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য ফের রকেট হামলা হয়। উড়ে আসে একে একে পাঁচটি রকেট। বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলিকে ধ্বংস করতে পেরেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসান-এর জঙ্গিরাই রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আমেরিকা।

