আবারও লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন রোমিও ফার্নান্ডেজ( Romeo Fernandez)। সূত্রের খবর গোয়ার এই তারকা মিডফিল্ডারকে সই করাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)। ২০১৭ সালে এফসি গোয়া ( Fc Goa) থেকে লোনে ইস্টবেঙ্গলে খেলেছিলেন রোমিও।

গত কয়েক বছর নিজের সেরা ফর্মে ছিলেন না রোমিও ফার্নান্ডেজ। গোয়ার স্থানীয় লিগ গুলিতে খেলছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এফসি গোয়ার রিজার্ভ দলে সুযোগ পান এই মিডফিল্ডার। আর তারপরেই মূল দলে সুযোগ পান রোমিও। আর তারপরই এবার এসসি ইস্টবেঙ্গলের ডাক পেলেন রোমিও।

এদিকে জানা যাচ্ছে জয়নেয়ার লোরেঙ্কোকে সই করাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। সূত্রের খবর জামসেদপুর এফসির এই ডিফেন্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

এদিকে গতকালই অমরজিত সিং কিয়ামকে সই করায় লাল-হলুদ ব্রিগেড।


আরও পড়ুন:১৩ জানুয়ারি থেকে শুরু রঞ্জি ট্রফি, কলকাতায় হতে পারে নক আউটপর্ব-সহ ফাইনাল ম্যাচ

