Sunday, May 4, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান: কেন্দ্রের ‘দেখার’ আশ্বাস, না আঁচালে বিশ্বাস নেই তৃণমূলের

Date:

বৈঠক সদর্থক হলেও, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের ‘দেখছি-ভাবছি’ মনোভাবে আস্থা রাখতে পারছে না তৃণমূলের প্রতিনিধিদল। ঘাটাল মাস্টার প্ল্যান। প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দড়ি টানাটানি চলছে প্রায় ছ দশকের বেশি সময় ধরে। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে একাধিকবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কিন্তু তাতে কাজ এগোয়নি। মঙ্গলবার, দুই সাংসদ, রাজ্যের à§« মন্ত্রী ও বিধায়ক-সহ মোট ৯ সদস্যের প্রতিনিধি দল দেখা করে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhayet) এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের (Rajiv Kumar) সঙ্গে।

আরও পড়ুন-বাঙালি বিদ্বেষ, বঞ্চনা! কেন্দ্রের চাকরির পোর্টালে ঠাঁই নেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের

বৈঠকের পর রাজ্যের জল সম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রকল্পটি খুঁটিনাটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের কমিটির কাছে।‌ মন্ত্রী আরও জানিয়েছেন বরাদ্দকৃত অর্থ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি পাঠানো হয়েছে অর্থ কমিশনের কাছে। কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আমরা আস্বস্ত হয়েছি। আশা করছি শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গঠনমূলক সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।”

সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) জানান, “ঘাটাল মাস্টারপ্ল্যান ছাড়াও রাজ্যের বেশকিছু নদী সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের সঙ্গে কথা হয়েছে। উত্তরবঙ্গের নদীগুলিতে এবছর বন্যা সমস্যা মেটাতে ৪৯৮ কোটি এবং à§«à§­à§§ কোটির দুটি প্রকল্পে মঞ্জুরি চাওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডিপিআর জমা দিতে বলেছেন। আমরা ফিরে গিয়ে বিডিআর তৈরি করে পাঠাবো।” পাশাপাশি সৌমেন মহাপাত্র আরও জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি বন্যাপ্রবণ রাজ্য। ডিভিসি জলাধার অনেক আগে তৈরি হয়েছে। জলাধার গুলি জল ধারণ ক্ষমতা বহুবছর পুনর্বিবেচনা করা হয়নি। বেশকিছু জলাধারের জল ধারণ ক্ষমতা প্রায় নেই। বিষয়টি ভাবা দরকার। ড্রেজিং করে জলাধার গুলির ক্ষমতা বাড়ানো উচিত। মন্ত্রী বিবেচনার আশ্বাস দিয়েছেন। আপনারা জানেন, বর্ষার সময় অন্য রাজ্যের জল বাংলাকে বহন করতে হয়।”

একইসঙ্গে রাজ্যে নদী ও সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্রগুলির ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের প্রতিনিধিরা। যার মধ্যে রয়েছে জাতীয় হেরিটেজ সুন্দরবন এবং দিঘার মতো পর্যটন কেন্দ্রের দুরবস্থা। এই পর্যটন কেন্দ্রগুলির জন্য মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ করেছে রাজ্যের প্রতিনিধি দল।‌
যদিও মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র সাংবাদিকদের বলেন, “গত ৬২ বছরেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তাই কথায় চিড়ে ভিজবে না। যতক্ষণ না টাকা বরাদ্দ করা হচ্ছে ততক্ষণ পুরো বিষয়টি ‘ঠগের বাড়ির ভোজ’-এর মতো। না আঁচালে বিশ্বাস নেই।”

এই প্রসঙ্গে মানস ভুঁইয়া অভিযোগ করেন, “কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পটি ৬৫০ কোটির। কেন্দ্র এবং রাজ্য উভয়ে ৩২৫ কোটি টাকা করে দেওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও ১৪৮ কোটি টাকা দেয়নি।”

মানস ভুঁইয়া এবং সৌমেন মহাপাত্রের সূত্র ধরে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব বলেন, “এই সরকারকে সত্যিই বিশ্বাস নেই। ২০১৪ থেকে লড়ে যাচ্ছি। ১৯৫২ থেকে আলোচনা চলছে। এখন মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, মন্ত্রক এগোচ্ছে। ফাইনান্স কমিশনের বিবেচনার জন্য পাঠানো হয়েছে।”

আরও পড়ুন-আত্মঘাতী চিকিৎসক! কুৎসার চেষ্টা বিরোধীদের, স্বজনপোষণ হয়নি: শান্তনু

এদিন রাজ্যের তরফের এই প্রতিনিধি দলে ছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া, কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীর, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং শ্রীকান্ত মাহাতো, রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, ঘাটালের সংসদ দীপক অধিকারী, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতি।

 

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version