Friday, December 5, 2025

মানুষ চাইছে তৃণমূলকে, বিজেপির বিদায় সময়ের অপেক্ষা: ত্রিপুরার বললেন ব্রাত্য

Date:

Share post:

২৩-এর নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরার রাজনৈতিক জমি শক্ত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বুধবার ত্রিপুরা সফরে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ প্রতিমা মণ্ডল। পাশাপাশি ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন সদ্য তৃণমূলে যোগদান দেওয়া সুস্মিতা দেব। এদিন ত্রিপুরার মাটিতে পা রেখেই কড়া ভাষায় বিজেপিতে আক্রমণও শানালেন ব্রাত্য বসু।

আগরতলা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ব্রাত্য বসু(Bratya Basu) বলেন, “আমাদের নেতারা এখন থেকে নিয়মিত ত্রিপুরায় আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) আসবেন ত্রিপুরাতে(Tripura)। ত্রিপুরার মানুষ দেখছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করেছেন। স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতো প্রকল্প গুলির সুবিধা ত্রিপুরার মানুষ দেখছে এবং তারা চায় ত্রিপুরাতে ঐ সকল প্রকল্প চালু হোক।” পাশাপাশি বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, “গত সাড়ে তিন বছরে কোন উন্নয়ন করেনি বিজেপি। রাজ্যে জনসমর্থন হারিয়েছে তাই তৃণমূলকে দেখে তারা এখন ভয় পাচ্ছে।” এছাড়াও তিনি জানান, “বিজেপিতে অনেক ভালো মানুষ রয়েছেন, যারা বিজেপিতে অপশাসনে বিরক্ত। তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা পর্ব চালাচ্ছি বাকিটা দেখুন কি হয়। খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিদায় সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন:পুলিশের ভূমিকা নিয়ে ধনকড়ের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

অন্যদিকে, আগরতলায় পা রেখে এদিন প্রতিমা মণ্ডল জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন তার জন্য বাংলার মানুষ দুহাতে আশীর্বাদ করেছে তাঁকে। তৃতীয়বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। বাংলার জনমুখি প্রকল্প গুলি ত্রিপুরা দেখছে তাই ত্রিপুরার মানুষ মমতাকে চাইছেন। ত্রিপুরার মানুষের ডাক পেয়েই আজ তৃণমূল ত্রিপুরাতে পা রেখেছে। এখানকার মানুষের সাহায্য নিয়েই শক্তিশালী সরকার গড়বো আমরা।”

advt 19

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...