ব্রেকফাস্ট স্পোর্টস

১) টোকিও প‍্যারালিম্পিক্সে সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। মঙ্গলবার হাইজ‍াম্পে জোড়া পদক পেল ভারত। রুপোর পদক জিতল মারিয়াপ্পান, ব্রোঞ্জ পদক জয় শরদ কুমারের।

২) ওল্ড ট্র‍্যাফোর্ডে ফিরে এসেই সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টার বললেন, ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র‍্যাফোর্ডে নামতে মুখিয়ে রয়েছি।

৩) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসা ডেল স্টেইন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন তিনি।

৪) শুভ ঘোষকে, আদিল খান, অমরজিত সিং কিয়ামকে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

৫) করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সোমবার গভীর রাতে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

৬) টোকিও প‍্যারালিম্পিক্সে আবারও পদক জয় ভারতের। মঙ্গলবার পুরুষদের ১০ মিটার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন সিংহরাজ।

৭) ২০২২ এর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। সূত্রের খবর রঞ্জি ট্রফির নক আউটপর্ব-সহ ফাইনাল হতে চলেছে কলকাতায়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleগাড়ির নম্বর প্লেটের নতুন নিয়ম চালু ১৫ ,সেপ্টেম্বর, কেন জানেন?
Next articleত্রিপুরায় এমন তৃণমূল আগে দেখিনি! ইঙ্গিতপূর্ণ বক্তব্য বিজেপির সুদীপ রায় বর্মনের