বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দাম পৌঁছল ৯১১ টাকায়। পেট্রোল-ডিজেলও অগ্নিমূল্য। এই নিয়ে বারবারই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কিছুদিন আগেই মোদি সরকারের ‘উজ্জ্বলা গ্যাস’ প্রকল্প নিয়ে কটাক্ষ করেন তিনি। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি (Bjp) সরকারকে ধিক্কার জানিয়ে বুধবার সন্ধেয় টুইট (Twitte) করলেন মমতা। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন,

“বিজেপি সরকার কতটা উদাসীন এবং তাদের নীতি কতটা জনবিরোধী তা দেখে আমার খুব দুঃখ হয়!
আমরা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং রান্নার তেলের নজিরবিহীন বৃদ্ধি দেখছি। এতে জনগণ উপর ব্যাপক চাপ হচ্ছে।
এটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং ক্ষমার অযোগ্য।
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে আমাদের জনগণের উদ্বেগ লাঘব করুন এবং অবিলম্বে এই বৃদ্ধি প্রত্যাহার করুন।”

It pains me deeply to see how apathetic the @BJP4India government is and how anti-people their policies are!
We have seen unprecedented hikes in petrol, diesel, cooking gas and cooking oil. This has taken a heavy toll on our people and their families. (1/2) pic.twitter.com/EVuA4vW9C3
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021
This is absolutely unacceptable and unpardonable.
I would request the Hon'ble Prime Minister to kindly act upon the concerns of our people and withdraw such hikes, immediately. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2021
একসঙ্গে একটি ছবি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা, “SHAME ON BJP GOVERNMENT” ।

পেট্রোপণ্যের দ্রব্যমূল্যর প্রতিবাদে এর আগেও রাজ্য এবং রাজধানীতে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল (Tmc)। সংসদের অধিবেশন চলাকালীন গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এমনকী, সাইকেলে করে সংসদে যান তৃণমূল সাংসদরা। কেন্দ্রের অন্যান্য বিরোধীদলের সাংসদরাও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। কিন্তু মোদি সরকার তার কোনোটাতেই কর্ণপাত করছে বলে মনে করে না রাজনৈতিক মহল।


আরও পড়ুন- “ভোট পরবর্তী হিংসা” মামলায় হাইকোর্টের চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য
