“ভোট পরবর্তী হিংসা” মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য

বাংলায় “ভোট পরবর্তী হিংসা” মামলা এবার গড়াল সুপ্রিম কোর্টের দরজায়। সম্প্রতি এই মামলার তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গেল পশ্চিমবঙ্গে সরকার। বুধবার সেই পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ছে। রাজ্যের দাবি, সিবিআইয়ের কাছ থেকে এক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। কারণ, কেন্দ্রের নির্দেশে তৃণমূল কর্মীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

রাজ্য সরকারের জমা দেওয়া ওই পিটিশনে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রের পক্ষেই কাজ করছে সিবিআই। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী-সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সিবিআই তদন্তকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হতে পারে। তাই এই মামলায় সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং লক্ষ্মী, অভিনব উদ্যোগ বিধাননগরে

উল্লেখ্য, গত ১৯ অগাস্ট ভোট পরবর্তী হিংসা মামলায় রায় দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনাগুলির তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের উপরে। পাশাপাশি অন্যান্য হিংসার ঘটনাগুলির দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের সিট-কে। advt 19

 

Previous articleলক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং লক্ষ্মী, অভিনব উদ্যোগ বিধাননগরে
Next articleপেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে টুইট মমতার