জল্পনার অবসান, এটিকে মোহনবাগানেই থাকছেন প্রবীর, জানালেন নিজেই

জল্পনার অবসান। এটিকে মোহনবাগানেই( Atk Mohunbagan) থাকছেন প্রবীর দাস( Prabir Das)। বুধবার নিজের ফেসবুক পেজে সেই কথা নিজেই জানিয়ে দিলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, এটিকে মোহনবাগান ছাড়তে পারেন তারকা এই উইংব্যাক। যেতে পারেন এসসি ইস্টবেঙ্গলেও। লাল-হলুদ ছাড়াও ছিল একাধিক ক্লাব প্রস্তাব। এমনকি গুঞ্জন উঠেছিল যে গেমটাইম না পাওয়ার জন্য তিনি ক্লাব থেকে রিলিজও চেয়েছেন। কিন্তু বুধবার শেষ অবধি সেই সমস্ত জল্পনায় ইতি টানলেন স্বয়ং প্রবীর। বললেন মোহনবাগানেই থাকছি আমি।

বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন প্রবীর, যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের জন্য তৈরি হচ্ছেন তিনি। সেখানেই জানিয়ে দেন, এটিকে মোহনবাগানেই থাকছেন। এই বলেই অনুশীলনে নেমে পড়েন প্রবীর। আর ব‍্যাকগ্রাউন্ডে চলছে মোহনবাগান সমর্থকদের তৈরি করা গান ‘মোহনবাগানিতো’, গান। যা জনপ্রিয় স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ এর সুরে তৈরি।

আরও পড়ুন:অরিন্দমকে পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দিল এসসি ইস্টবেঙ্গল : সূত্র