ভালো আছেন পেলে( Pele)। নিজেই টুইট করে নিজেই জানালেন সে কথা। গতকাল জানা যায় হাসপাতালে ভর্তি তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়ে ফুটবলপ্রমীরা। ৮০ বছর বয়েসে কেন হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে? তা নিয়ে চিন্তায় পড়ে যায় পেলের অনুরাগীরা। অবশেষে নিজেই জানিয়ে দিলেন যে, চিন্তার কোন কারণ নেই। রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

এদিন ফুটবল সম্রাট টুইটারে লেখেন,”বন্ধুরা আমি জ্ঞান হারাইনি। আমি রুটিন পরীক্ষার জন্য গিয়েছিলাম। অতিমারিতে আমি হাসপাতালে যেতে পারিনি দীর্ঘদিন। চিন্তার কোন কারণ নেই। আমি সুস্থ আছি।”

Guys, I didn't faint and I'm in very good health. I went for my routine exams, which I had not been able to do before because of the pandemic. Let them know I don't play next Sunday! 👍🏽
— Pelé (@Pele) August 31, 2021
আরও পড়ুন:রেকর্ড গড়লেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করে সর্বাধিক গোলের মালিক হলেন CR7
