ভারতে নাশকতা চালাতে পারে আইএস-খোরাসান! সতর্কবার্তা গোয়েন্দাদের

এবার কি ভারতে নাশকতা চালাতে পারে আইএস-খোরাসান? গোয়েন্দা সংস্থার তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভারতের ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাতে পারে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানে (Pakistan) সক্রিয় জঙ্গি সংগঠন IS-K।

আরও পড়ুন- টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকীর পর এবার ত্রিপুরায় শিক্ষক দিবস পালন তৃণমূলের

গোয়েন্দা সংস্থা তরফে জানানো হয়েছে, জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর ছক কষছে আইএস-কে। দক্ষিণপন্থী নেতাদের নিশানা করা হতে পারে। সূত্রের খবর, কর্নাটক (Karnatak) ও কাশ্মীরে (Kashmir) ধৃত জঙ্গিদের জেরা করে এই তথ্য মিলেছে। নাশকতার উদ্দেশ্যে আইইডি(Ied) ও অস্ত্র কেনার অর্থ সংগ্রহের নির্দেশও ভারতে থাকা জঙ্গিদের দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

advt 19

 

Previous articleদ্বিতীয় বিয়ের জের, গ্রেফতারের আশঙ্কায় আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির
Next articleনয়া চমক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি