Saturday, August 23, 2025

দ্বিতীয় বিয়ের জের, গ্রেফতারের আশঙ্কায় আদালতে আত্মসমর্পণ বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির

Date:

Share post:

দ্বিতীয় বিয়ের জের। সংসার ভাঙা, বধূ নির্যাতন প্রভৃতি অভিযোগ দায়ের হয়েছিল আগেই। সেই মামলায় বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি (Chandana Bauri)। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ করেছিলেন চন্দনার দ্বিতীয় স্বামী কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রী রুম্পাদেবী। চন্দনার প্রথম স্বামীও অভিযোগ করেছিলেন বলে খবর। খুব স্বাভাবিক ভাবেই গ্রেফতারির আশঙ্কা ছিল চন্দনার।

আরও পড়ুন – হামিদ করজাই বিমানবন্দরের কন্ট্রোলরুম যেন ধ্বংসস্তূপ, চালু করতে সময় লাগবে ২ বছর

অভিযোগ, দুই সন্তানের মা শালতোড়ার বিজেপির বিধায়ক চন্দনা তাঁরই দলের কর্মী কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে পালিয়ে বিয়ে করেন। যখন তাঁর স্বামী বর্তমান। বাড়িতে অসুস্থ শ্বাশুড়ি।
বউকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হন চন্দনার প্রথম স্বামী শ্রাবণ বাউড়ি। আর গঙ্গাজলঘাঁটি থানায় লিখিত অভিযোগ করেন কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রী রুম্পা। পুলিশ চন্দনা আর কৃষ্ণকে থানায় ডেকে পাঠায়। ডাকা হয় চন্দনার প্রথম স্বামী শ্রাবণ ও কৃষ্ণর প্রথম স্ত্রী রুম্পাকেও। এরপর প্রথম স্বামী শ্রাবণ-এর সঙ্গে থানা থেকে বাড়ি ফিরে যান চন্দনা। আর চন্দনার বিরহে অত্যধিক মদ্যপানের জন্য বারে বারে অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণ। হাসপাতালে সে চিকিৎসাধীন। স্বামীর এ অবস্থার জন্য চন্দনাকে দায়ী করেছেন রুম্পা। এছাড়া চন্দনার বিরুদ্ধে হুমকির অভিযোগও আনেন কৃষ্ণর প্রথম স্ত্রী।

এদিকে রুম্পার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিধায়ক চন্দনা বাউড়ি ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮(এ) ধারায় বধূ নির্যাতন, ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, ৪০৬ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে। সেই মামলার ভিত্তিতেই এদিন বাঁকুড়া জেলা আদালতে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি আত্মসমর্পণ করেন।

advt 19

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...