কেন ডাকা হয়নি দিলীপকে? চিঠি দিয়ে টিগগাকে জানতে চাওয়া হলো

কেন উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠকে ডাকা হয়নি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে? কারণ জানতে চেয়ে চিঠি গেল দলের মুখ্যসচেতক মনোজ টিগগার কাছে।

কড়া ভাষায় লেখা দিলীপ ঘোষের এই চিঠি নিমেষেই প্রকাশ্যে চলে আসে। চিঠিতে তিনি লিখেছেন, দলের রাজ্য সভাপতিকে না জানিয়ে, আমন্ত্রণ না করে কেন বৈঠক করা হয়েছে? কার নির্দেশে হয়েছে? অবিলম্বে জানান। পালটা মুখ্যসচেতক মনোজ টিগগা কার্যত আত্মসমর্পণের ভঙ্গিতে ভুল স্বীকার করে নিয়েছেন। কিন্তু জল যে অনেক দূর গড়াবে তা বলাই বাহুল্য। সাংগঠনিক ক্ষেত্রে এই ঘটনাকে দলের নিয়মতান্ত্রিকতার পরিপন্থী বলে ভাবা হচ্ছে। কিন্তু দল বনাম পরিষদীয় দলের লড়াই যে প্রকাশ্যে, তা বিজেপি ঢেকে রাখতে পারেনি। দিলীপ-শুভেন্দু পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেও আসলে দলীয় কোন্দল তুঙ্গে।

আরও পড়ুন:গেরুয়া বসনে শুভেন্দুর চারপাশে তৃণমূলের “গুপ্তচর”! বিস্ফোরক দাবি কুণালের

 

Previous articleগেরুয়া বসনে শুভেন্দুর চারপাশে তৃণমূলের “গুপ্তচর”! বিস্ফোরক দাবি কুণালের
Next articleশহরে এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ