চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের কোভিড গ্রাফ। এরইমধ্যে কোথাও কোথাও শিশুদের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে। স্বভাবতই উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। বৃহস্পতিবার একলাফে সংক্রমণ অনেকটাই বেড়েছিল। তবে শুক্রবার সেই তুলনায় খানিকটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। গোটা অতিমারি পর্বে কোভিড দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৫ জনের।

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউয়ের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে সি.১.২ প্রজাতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ২৮৯। তবে কেরলের পরিস্থিতি এখনও বেলাগাম। সংক্রমণের প্রশমন খানিকটা হলেও কোনওভাবেই রাশ টানা সম্ভবপর হচ্ছে না। পাশপাশি কেরল ও মহারাষ্ট্র ছাড়া বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণ রয়েছে।

এদিকে চিন্তা বাড়িয়ে হুড়মুড়িয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে ফের চার লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৯ হাজার ৭৭৮ জন। চিকিৎসকেরা টিকাকরণের গতি আনার কথা বললেও প্রয়োজনের তুলনায় টিকার যোগান কম থাকায় এখনও টিকার অপেক্ষায় অনেকেই। পাশাপাশি শিশুদের টিকার উপরও জোর দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা বাজারে এলেই তা আগে কিশোর-কিশোরীদের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।


