ইতিহাস গড়লেন অবনি লেখারা, সোনার পর ব্রোঞ্জ পদক জয় শুটারের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

টোকিও প‍্যারালিম্পিক্সে(Tokyo Paralympics ) ইতিহাস গড়লেন অবনি লেখারা( Avani Lekhara)। সোনার পদকের পর এবার ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। শুক্রবার ৫০ মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করলেন অবনি। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

অবনির এই কৃতিত্বের পরই অবনিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। মোদি টুইটারে লেখেন,” অসাধারণ। টোকিও প‍্যারালিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স অবনির। অনেক শুভেচ্ছা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন‍্য।”

টোকিও প‍্যারালিম্পিক্সে ভারতের পদক জয় অব‍্যাহত। এখনও অবদি এক ডজন পদক জয় ভারতের। দুটো সোনা, ছ’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।

আরও পড়ুন:প্রবীণ কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রীর

 

Previous articleকড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, সংক্রমণ কমলেও হুড়মুড়িয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা
Next articleসুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হল টাকা! কাঠগড়ায় ডানকুনির নার্সিংহোম