মুখ্যমন্ত্রীর সৌজন্যে করোনাকালেও রাজ্যে গোষ্ঠী করে স্বনির্ভর ৮ লক্ষ মহিলা

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই নারী ক্ষমতায়নের পক্ষে কাজ করেন। তাই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর ও আত্মনির্ভর করে তোলার জন্য একাধিক প্রকল্প নিয়েছেন তিনি। যার দরুণ কোটি কোটি টাকা ব্যয় বিভিন্ন খাতে। দেওয়া হয়েছে বিপুল অনুদান। শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর (Self Help )মহিলাদের প্রাথমিক স্তরে জীবিকা শুরু করার জন্য রাজ্য সরকার এই করোনা মহামারি আবহে আর্থিক মন্দার মধ্যেও গত দেড় বছরে মোট ১২৪ কোটি টাকা খরচ করেছে।রাজ্যে ৮০ হাজারেরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সেই অনুদান পেয়েছে। রাজ্য সরকারের “রিভলভিং ফান্ড” থেকে উপকৃত হয়েছেন কমপক্ষে ৮ লক্ষ মহিলা।

আরও পড়ুনঃ সরছেন সূর্য, CPIM রাজ্য সম্পাদক পদের দৌড়ে এই চার নেতা

আরও বেশি বেশি মহিলারা যাতে উপকৃত হয় তাই গোষ্ঠীর সংখ্যা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নতুন স্বনির্ভর গোষ্ঠী বা দল গঠনের পর ৩ মাসের মেয়াদ শেষে তাদের কাজকর্ম মূল্যায়ন করা হয়। পাঁচটি বিষয়ের উপর নজর দেওয়া হয়। তার উপর ভিত্তি করে নম্বর দেয় সংশ্লিষ্ট দফতর। যোগ্যতামান অর্জন করলে সরকারি কোষাগার সেই সব স্বনির্ভর গোষ্ঠীকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সেখান থেকে ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন গোষ্ঠীর মহিলারা।

advt 19

Previous articleটোকিও প‍্যারালিম্পিক্সে হাইজাম্পে রুপো জয় প্রবীণ কুমারের
Next articleপ্রবীণ কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রীর