Tuesday, November 4, 2025

সিদ্ধার্থ শুক্লার ময়নাতদন্তের রিপোর্ট ও দেহ আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে

Date:

ময়নাতদন্ত শেষ হয়েছে ৷ কিন্তু সিদ্ধার্থ শুক্লার দেহ বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। আজ শুক্রবার প্রয়াত টেলি অভিনেতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷

এদিকে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড৷ কেউই বিশ্বাস করতে পারছেন না , তার মতো একজন প্রতিভাবান অভিনেতা এত তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করলেন। কিভাবে সম্ভব হলো? কেন হলো? নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে গোটা দেশজুড়ে । বলি ও টেলি জগতের বহু অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ শুক্লার মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন৷

আরও পড়ুন- আফগানিস্তানের কুর্সিতে বসতে পারেন হিবাতুল্লা আখুনজাদা, ঘোষণা শীঘ্রই

‘হাম্পি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে কাজ করেছিলেন বরুণ ধাওয়ান৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে অভিনেতার বাড়ি যান বরুণ৷
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় সিদ্ধার্থ শুক্লার নিথর দেহ৷ প্রাথমিক তদন্তের পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টেলি জগতের জনপ্রিয় অভিনেতার৷ এদিকে বিগ বস ১৩-র বিজেতার আচমকা মৃত্যুতে হতবাক বলিউড৷ অনেকেই অভিনেতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না৷ সোশাল মিডিয়াতেও সিদ্ধার্থের মৃত্যু নিয়ে নানা চর্চা চলছে৷ তবে কি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে? সেটা জানতে সিদ্ধার্থ শুক্লার দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠায় পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা৷

যদিও পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অস্বাভাবিক কারণে অভিনেতার মৃত্যু হয়নি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সিদ্ধার্থ৷ একই দাবি চিকিৎসকদের৷ তবে পুলিশ মৃত্যুর কারণ নিয়ে আরও নিশ্চিত হতে চাইছে৷

তদন্তকারীরা জানিয়েছেন, অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি৷ এটা কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়৷ তবে এমন হাই প্রোফাইল কেসে পুলিশ সব দিক খতিয়ে দেখতে চায়৷ সেই জন্য তদন্তকারীরা এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়৷ কুপার হাসপাতালে অনেক রাত পর্যন্ত ময়নাতদন্ত চলে৷ দু’জন পুলিশ অফিসারের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়৷

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version