মিশন ত্রিপুরা: সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৪ পঞ্চায়েত সদস্য

বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের(TMC) লক্ষ্য এখন ত্রিপুরা(Tripura)। আর সেই লক্ষ্যে ত্রিপুরায় সংগঠন তৈরি করতে ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। প্রতিদিন বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন বহু নেতাকর্মী সমর্থক। শনিবারও তার ব্যাতিক্রম রইল না। এদিন ত্রিপুরার সোনামুড়াতে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন একাধিক পঞ্চায়েত সদস্য।

আরও পড়ুন:চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চাইলেন সাংসদ

শনিবার ত্রিপুরা সোনামুড়াতে দলীয় কর্মসূচি ছিল ঘাসফুল শিবিরের। সেখানেই তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে সোনামুড়া বক্সনগর বিধানসভার আড়ালিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি একাধিক পঞ্চায়েত থেকে মোট চার সদস্য এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উল্লেখ্য, শনিবার ত্রিপুরায় তৃণমূলের দলীয় কর্মসূচিতে সুস্মিতা দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও অন্যান্য নেতৃত্বরা।

advt 19

 

Previous articleচাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চাইলেন সাংসদ
Next articleরবিবার ম‍্যাচের আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রীরা