Saturday, August 23, 2025

ভবানীপুরে মমতা নামক বাঘের মুখে ঠেলে দলেরই যাঁদের “রাজনৈতিক হত্যা” চাইছে বিজেপি

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। শাসক তৃণমূলের প্রার্থী খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল ৩ অক্টোবর। মমতার প্রবল সমালোচকরাও জানেন ফলাফল কী হতে চলেছে। দেখার বিষয় একটাই, কত মার্জিনে জিতবেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস প্রার্থী দেবে না নিশ্চিত। CPIM নিজেদের আরও নীচে নামাতে কী করে সেটাই দেখার। তবে প্রধান ও একমাত্র বিরোধী দল বিজেপি ভবানীপুর উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে প্রার্থী দেবে। কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নামক রাজনৈতিক বাঘের মুখে কাকে ঠেলে দেবে গেরুয়া শিবির? এটাই এখন বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্র বিন্দুতে।

একুশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর থেকে বিজেপির সেলিব্রেটি প্রার্থী রুদ্রনীল ঘোষকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে ২৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর ভবানীপুর উপনির্বানে শাসকের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী। ফলে মার্জিন বাড়ানোই লক্ষ্য ঘাসফুল শিবিরের।

এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী কে হবেন সেটাই এখন গেরুয়া শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চমক তো দূরের কথা, প্রার্থী বাছতেই নাকি ঘুম ছুটেছে রাজ্য বিজেপির। এই আসনে প্রার্থী নিয়ে বেশ কয়েকটি হিসাব কাজ করছে।

আর তাই যাঁদের নাম ঘোরাফেরা করছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অধুনা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। সূত্র বলছে, তাঁকে মমতার বিরুদ্ধে প্রার্থী করতে চায় বিজেপি। কারণ, একটা বড় অংশের অবাঙালি ভোট রয়েছে। তার মধ্যেও একটা বিরাট অংশের গুজরাতি ভোট রয়েছে এই আসনে। সেই জন্য দীনেশ ত্রিবেদীর নাম ভাবছে গেরুয়া শিবির। আরও একটি নাম ঘুরছে। তথাগত রায়। ফের একবার এই কেন্দ্রে তথাগত রায়ের নাম প্রার্থীপদে থাকতে পারে বলে জানা যাচ্ছে।

একইসঙ্গে নাম ঘুরছে একুশের বিধানসভায় ভবানীপুরে গো-হারা প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষের।
সূত্রের খবর, নিশ্চিত হার বুঝে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করার ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও নাকি রুদ্রকে ফের একবার প্রার্থী করার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। ঘোরাফেরা করছে “মহাগুরু” মিঠুন চক্রবর্তীর নামও। কিন্তু ঘনিষ্ঠ মহলে অভিনেতা নাকি স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার কোনও ইচ্ছা নেই।

আরও পড়ুন- অযথা কুৎসা: আইন মেনেই ভবানীপুরের দিন ঘোষণা, উদাহরণ বহু

advt 19

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...