ব্রেকফাস্ট স্পোর্টস

১) ভারত-ইংল‍্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ৫৬ রানে পিছিয়ে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৪৩ রান ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত বোলিং উমেশ যাদবের।

২) টোকিও প‍্যারালিম্পিক্সে ফের পদক জয় ভারতের। শুক্রবার তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় হরবিন্দর সিং এর।

৩) টোকিও প‍্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন অবনি লেখারা। সোনার পদকের পর এবার ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। শুক্রবার ৫০ মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করলেন অবনি।

৪) টোকিও প‍্যারালিম্পিক্সে সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। শুক্রবার হাইজাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার। ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়লেন তিনি।

৫) দলবদলে একর পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার হীরা মণ্ডল , রাজু গায়কোয়াড় , জয়নার লরেন্সোকে সই করাল তারা।

৬) আন্তর্জাতিক ম‍্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলের জন‍্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন CR7।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ