উদ্বোধন হল বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জারের ছয় দলের জার্সি

শনিবার নিউটাউনের এক পাঁচতারা হোটেলে সম্পন্ন হল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের( Bengal t-20 challenge) ড্রাফট পর্ব। এই ড্রাফট পর্বে ছয়টি দল নিজেদের খেলোয়াড় নির্বাচন করেছেন। এছাড়াও ছয়টি দলের জার্সিও উদ্বোধন করা হয়। এই ছয়টি দল হল কলকাতা হিরোস, ব‍্যারাকপুর ব‍্যার্সস, কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স, খিদারপুর ব্লাস্টার্স, কৃষ্ণনগর চ‍্যালেঞ্জার্স, দুর্গাপুর ড‍্যাজেলার্স।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ সিএবির শীর্ষ কর্তারা। এছাড়া ড্রাফটের জন্য হাজির ছিলেন ছয় দলের অধিনায়ক, কোচ ও মেন্টররা।

মোট ১২০ ক্রিকেটারকে ভাগ করা হয়েছে ছয়টি দলে। প্রতিটি দলে থাকবে পাঁচজন মার্কি খেলোয়াড়। এছাড়া থাকবে স্থানীয় দুইজন ক্রিকেটার। আর থাকবে দু’জন অনুর্ধ্ব-২৫ ও একজন অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার।

আরও পড়ুন:ব্রোঞ্জ জয় মনোজ সরকারের, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

 

Previous article“ভবানীপুর দিদিকে চায়”, উপনির্বাচন ঘোষণা হতেই হোর্ডিং-ব্যানারে ছয়লাপ
Next articleবেহালাবাসীদের জন্য খুশির খবর, চালু হবে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা