Monday, November 3, 2025

তালিবানদের টক্করের লড়াই জারি নর্দান আলায়েন্সের, ৬০০ তালিবান খতমের দাবি

Date:

গোটা পঞ্জশির জুড়ে চলছে তালিবানদের আক্রমণ। যত দিন যাচ্ছে আক্রমণ ততই শক্তিশালী হয়ে উঠছে। তবে হাল ছাড়ছে না নর্দান অ্যালায়েন্সও। পঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তির দাবি, ‘‘আমরা ৬০০ তালিব যোদ্ধাকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।’’

যদিও নর্দান অ্যালায়ান্সের দাবি খারিজ করেছে তালিবানরা। পালটা দাবি করে তারা বলেছে, পঞ্জশিরের বাজারাক প্রদেশ এবং সেখানকার গভর্নরের দফতর তারা দখল করে নিয়েছে। সংবাদ সংস্থা আসাবাকা-র কাছে তালিবান মুখপাত্র বিলাল করিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাব-সহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাঁদের যোদ্ধারা।

আরও পড়ুন:নজরে পঞ্জশির, পাক গুপ্তচর প্রধানের সঙ্গে বৈঠক তালিবানদের

আফগান সংবাদমাধ্যমের খবর, শনিবার রাত থেকেই তালিবানদের সঙ্গে গুলির লড়াই চলছে নর্দান অ্যালায়ান্সের। রবিবার ভোরে তা আরও জোরদার হয়। জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তরে থাকা পঞ্জশির প্রদেশেই শতাধিক তালিবানের মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর হাতে। অন্যদিকে, পঞ্জশির প্রদেশের যাতে আফগানিস্তানের অন্য কোনও জায়গা থেকে কোনও জিনিসপত্র না আসে সেই ব্যবস্থা করেছে তালিবান। তালিবানের দাবি জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছে ল্যান্ডমাইন আর সেজন্যই পঞ্জশিরের পথে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

প্রসঙ্গত, আফগানিস্তানের অন্যান্য অঞ্চল দখল করতে পারলেও পঞ্জশিরে আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান।দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই জারি রেখেছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ, আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। সবমিলিয়ে পঞ্জশির প্রদেশে তালিবানদের প্রতিহত করতে রীতিমত কোমরবেঁধে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version