Monday, August 25, 2025

তালিবানদের টক্করের লড়াই জারি নর্দান আলায়েন্সের, ৬০০ তালিবান খতমের দাবি

Date:

গোটা পঞ্জশির জুড়ে চলছে তালিবানদের আক্রমণ। যত দিন যাচ্ছে আক্রমণ ততই শক্তিশালী হয়ে উঠছে। তবে হাল ছাড়ছে না নর্দান অ্যালায়েন্সও। পঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তির দাবি, ‘‘আমরা ৬০০ তালিব যোদ্ধাকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।’’

যদিও নর্দান অ্যালায়ান্সের দাবি খারিজ করেছে তালিবানরা। পালটা দাবি করে তারা বলেছে, পঞ্জশিরের বাজারাক প্রদেশ এবং সেখানকার গভর্নরের দফতর তারা দখল করে নিয়েছে। সংবাদ সংস্থা আসাবাকা-র কাছে তালিবান মুখপাত্র বিলাল করিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাব-সহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাঁদের যোদ্ধারা।

আরও পড়ুন:নজরে পঞ্জশির, পাক গুপ্তচর প্রধানের সঙ্গে বৈঠক তালিবানদের

আফগান সংবাদমাধ্যমের খবর, শনিবার রাত থেকেই তালিবানদের সঙ্গে গুলির লড়াই চলছে নর্দান অ্যালায়ান্সের। রবিবার ভোরে তা আরও জোরদার হয়। জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তরে থাকা পঞ্জশির প্রদেশেই শতাধিক তালিবানের মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর হাতে। অন্যদিকে, পঞ্জশির প্রদেশের যাতে আফগানিস্তানের অন্য কোনও জায়গা থেকে কোনও জিনিসপত্র না আসে সেই ব্যবস্থা করেছে তালিবান। তালিবানের দাবি জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছে ল্যান্ডমাইন আর সেজন্যই পঞ্জশিরের পথে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

প্রসঙ্গত, আফগানিস্তানের অন্যান্য অঞ্চল দখল করতে পারলেও পঞ্জশিরে আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান।দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই জারি রেখেছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ, আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। সবমিলিয়ে পঞ্জশির প্রদেশে তালিবানদের প্রতিহত করতে রীতিমত কোমরবেঁধে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version