Thursday, August 21, 2025

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, ডুরান্ড কাপের উদ্বোধনে ফুটবলে শট মুখ্যমন্ত্রীর

Date:

আজ, রবিবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী পরিচালিত শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করতেই তাঁকে সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ করা হয় সেনার পক্ষে। এরপর দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তারপরই নেন ফুটবলে শট। আর সেই সঙ্গেই আনুষ্ঠানিক সূচনা হয়ে যায় ডুরান্ড কাপের।

আরও পড়ুন: শাস্তি পেলেন কে এল রাহুল, কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ

এরপর সোশ্যাল মিডিয়ায় ডুরান্ড কাপের উদ্বোধন নিয়ে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির প্রাণের খেলা ফুটবল, এই খেলার সাথে জড়িয়ে বাঁধনহীন আবেগ ও ভালোবাসা। এশিয়ার প্রাচীনতম ও বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। অংশগ্রহণকারী প্রতিটি দলকে আমার শুভেচ্ছা জানাই ও এই প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। এই বিশাল কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত।”

উল্লেখ্য, কোভিড প্রটোকল মেনে উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং এবং এয়ারফোর্স। আইএসএল (ISL), আই লিগ এবং সেনাবাহিনীর দল মিলে মোট ১৬টি দল এবার ডুরান্ডে অংশ নিয়েছে। যুবভারতীর পাশাপাশি খেলা হবে কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠেও।


 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version