আগামী সপ্তাহেই শুরু হবে রাম মন্দিরের মূল অংশের নির্মাণ কাজ 

ভিত তৈরির কাজ শেষ । এবার আগামী এক সপ্তাহের মধ্যেই মূল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। শনিবার রাম জন্মভূমি (ramjanmabhumi) তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে একথা জানানো হয়েছে । বলা হয়েছে যে সব ঠিক থাকলে মূল (rammandir) নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। পরিকল্পনামাফিক মন্দির নির্মাণ হবে। পাথর দিয়ে তৈরি করা হবে মূল নির্মাণ। ইতিমধ্যেই রাজস্থানের জয়পুর থেকে আটজন পাথর কাটার কারিগর পৌঁছে গিয়েছে অযোধ্যায় (Ayodhya) । তাঁরা পাথর কাটার কাজ শুরু করে দিয়েছেন। ৪ লক্ষ ঘন ফুট পাথর ব্যবহার করা হচ্ছে। ৬০ হাজার বর্গফুট পাথর কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতগতিতে চলছে মূল মন্দির নির্মাণের কাজ। যত দ্রুত সম্ভব মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু মন্দির যাতে পাকাপোক্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে । ভিত তৈরি হয়েছে ৪০০ ফুট লম্বা, ৩০০ ফুট চওড়া এলাকা জুড়ে। ভিত্তিপ্রস্তর দৃঢ় করার জন্য ব্যবহার করা হচ্ছে পাথরের গুঁড়ো, বিভিন্ন ধরনের পাথর, সিমেন্ট ও জলের মিশ্রণ। রাম মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে ,আগামী ২০২৩ সালের ডিসেম্বরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। গত বছর অগাস্ট মাসে ভূমিপূজা হয়েছিল। তারপর এক বছর কেটে গিয়েছে, মন্দিরের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। তবে মন্দির খুলে দেওয়া হলেও মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। সম্ভবত, ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে এই মন্দিরের।

 

advt 19

Previous articleবাংলার হরিস্বামী দাসসহ ৪৪ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি
Next article‘মানুষ পরিবর্তন চাইছেন, ত্রিপুরায় উন্নয়নমুখী সরকার গড়বে তৃণমূল’, বার্তা সুস্মিতার