ভারত-ইংল্যান্ড( India-England) চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে ২৯১ রানে এগিয়ে ভারতীয় দল( India team)। দিনের শেষে ইংল্যান্ডের( England) রান সংখ্যা ৭৭।

চতুর্থ দিনের শুরুটা ঠিক না হলেও ঋষভ পন্থ, শার্দুল ঠাকুরের ব্যাটিং এ ভর করে ৪৬৬ রানে এসে দাঁড়ায় ভারতের রান সংখ্যা। এদিন শুরুতেই আউট হয়ে যান বিরাট কোহলি। ৪৪ রান করেন তিনি। জাদেজা করেন ১৭। এদিনও ব্যর্থ অজিঙ্কে রাহানে। শূন্য রান করেন তিনি। এরপর ভারতের হয়ে লড়াই করেন ঋষভ পন্থ এবং শার্দুল ঠাকুর। ৫০ রান করেন পন্থ। ৬০ রান করেন শার্দুল। ২৫ রান করেন উমেশ যাদব। ২৪ রান যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ক্রিশ ওকস। দুটি করে উইকেট নেন রবিনসন এবং মইন আলি। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডরসন, ওভারটন এবং রুট।
ভারতের পাহার রানের তারা করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ডের দুই ওপেনার। ইংরেজদের হয়ে ক্রিজে রয়েছেন বার্নস এবং হাসিব হামিদ।

আরও পড়ুন:ছন্নছাড়া ফুটবল খেলেও নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয় সুনীল ছেত্রীদের
