Thursday, November 13, 2025

বিজেপি-সন্ত্রাসে তটস্থ খেজুরি, আক্রান্তদের পাশে তৃণমূল

Date:

বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে আশানুরূপ ফল হয়নি। তাই রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গত কয়েকদিন ধরে সেই সমস্ত গ্রামে বিজেপির দুষ্কৃতীরা প্রবল সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ তৃণমূলের।

খেজুরি-১ ব্লকের হেঁড়িয়া গ্রামপঞ্চায়েতের মোহাটি, বেনিপুর, দেবীচক গ্রামগুলিকে টার্গেট করে গত তিন-চার দিন ধরে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রায় ২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। অপহরণ, খুনের হুমকি, মারধর, ঘর লুঠপাট– নানাভাবে অত্যাচার করছে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। সেই সব ভেঙে-যাওয়া বাড়ির তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা নিম্নচাপের ভারী বর্ষণে প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর পেয়ে সোমবার সেই সন্ত্রাস-অধ্যুষিত এলাকায় যান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক তরুণকুমার মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পার্থপ্রতিম দাস, খেজুরি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান নায়ক প্রমুখ। আক্রান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি নির্যাতিত কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁরা কথা বলেন। ভেঙে যাওয়া বাড়িকে রক্ষা করার জন্য এদিন তৃণমূল কংগ্রেস নেতারা বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন। এছাড়াও চাল, ডাল, নানা সবজি ও বাড়ি মেরামতের জন্য দু হাজার টাকা করে আর্থিক সাহায্যও দেওয়া হয়।

জেলা নেতৃত্বদের এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকেরা জানান, বিজেপি-আশ্রিত গুন্ডারা তাঁদের উপর অত্যাচারের পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই বিজেপি দুষ্কৃতীরা থানায় বেশ কয়েকটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এরপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তরুণকুমার মাইতি ও বিধায়ক উত্তম বারিক খেজুরি থানা ও হেঁড়িয়া পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। পুলিশকে তাঁরা জানান, বিজেপি আশ্রিত গুন্ডাদের দ্বারা আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম কানাইলাল ভূঁইঞা, রেণুকা দাস, কমলকৃষ্ণ জানা, সুশান্ত বেরা, প্রশান্ত বেরা, ভাগ্যধর বেরা, টুম্পা জানা, ধনঞ্জয় মাইতি, শঙ্কর মাইতি, জলধর দাস, কালিপদ দাস, বিভূতি প্রধান প্রমুখ। এই সমস্ত আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

 

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version