Monday, August 25, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের অভিনেত্রী পরীমণি জামিন পেয়েছেন। মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল ।পরীমণি গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে ওপার বাংলার পুলিশকর্তা মো. গোলাম সাকলায়েনের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল দুই বাংলাই। সোশ্যাল মিডিয়াতে তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায়, সাকলায়েনের জন্মদিনের পার্টিতে কেক কাটছেন পরীমণি। এমনকী, একে অপরের ঠোঁট থেকে কেক নিতেও দেখা গিয়েছিল তাঁদের।
এই সব ছবি প্রকাশ্যে আসায় রীতিমতো বিব্রত নায়িকা । তিনি বলেন, ‘ আমার ফোন, গাড়ি সব তদন্তকারীরা নিয়ে নিয়েছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলি সব ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও প্রকাশ করার অধিকার কারও নেই।’

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

তাঁর দাবি, তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির CCTV ফুটেজও পুলিশ নিয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন , কীভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, তাঁর সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে সব কিছুই তিনি জানাবেন। রীতিমতো নাটক করে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। নিজেকে নির্দোষ বলে দাবি করে নায়িকা বলেন, ‘আমি কী এমন করেছি? আমি শুরু থেকেই স্ট্রং ছিলাম। আমি যদি দোষী হতাম, তাহলে তো আমি ভেঙে পড়তাম। আমার সঙ্গে কী হয়েছে সব বলব। আমাকে একটু সময় দিন। আমি একমাস ধরে মানসিক অশান্তির মধ্যে ছিলাম। ’
গত মাসের ৪ তারিখে ঢাকার বনানী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। ২৭ দিন জেলে থাকার পরে, বুধবার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান এই অভিনেত্রী। মঙ্গলবার ঢাকা মহানগর আদালতের দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version