ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল CBI

দায়ের হয়নি অভিযোগ। মামলাও নেই। কিন্তু তাও যেন জোর করেই মামলা দায়ের করার চেষ্টায় নাছোড়বান্দা CBI। তাই ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এবার মানবাধিকার কমিশনকে চিঠি দিল তারা। তাঁদের দাবি, চাপের কারণে অভিযোগ দায়ের হয়নি বা পুলিশ অভিযোগ নিতে চায়নি, এমন অভিযোগের সংখ্যা জানতে চেয়েই মানবাধিকার কমিশনকে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:বিজেপি সাংসদকে নিশানা করে কৃষ্ণ বললেন “চন্দনাকে বিয়ে করে অন্যায় করিনি”

কলকাতা হাইকোর্টের নির্দেশে মূলত অপরাধমূলক ঘটনার তদন্ত করছে সিবিআই। তথ্য জোগাড় করতে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহু মানুষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এমনকী জেরা করেছেন। অভিযোগকারী বা তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। এই মামলায় একাধিক অভিযোগও দায়ের করেছেন তাঁরা।কিন্তু তা সত্ত্বেও কিসের জন্য ফের মানবাধিকার কমিশনকে চিঠি?

জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়ে দায়ের না হওয়া অভিযোগের তালিকা চেয়ে পাঠিয়েছেন তাঁরা। সেখানে জানতে চাওয়া হয়েছে, কোন জেলায় এই ধরণের অভিযোগ রয়েছে?‌ আর কত অভিযোগ রয়েছে?‌সেই সব ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করবেন তদন্তকারীরা।