উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি কমিশনের, নজরে আইনশৃঙ্খলা

ভবানীপুরের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ ।

আগেই কমিশন জানিয়েছিল,
• ২০ সেপ্টেম্বরের আগে প্রচার শুরু করা যাবে না।
• বাইরে কোনও রাজনৈতিক সভা বা সমাবেশ করতে হলে সর্বোচ্চ ৫০০ জনের বেশি রাখা যাবে না।
• সাইকেল, বাইক নিয়ে মিছিল করা যাবে না।

কমিশন সূত্রে খবর, ভবানীপুরের পাশাপাশি কমিশনের নজরে বাকি দুই কেন্দ্রের আইনশৃঙ্খলাও। ভবানীপুর (Bhawanipur), জঙ্গিপুর (Jangipur), সামশেরগঞ্জ (Samsherganj)- এই তিন জায়গার প্রতি সপ্তাহের আইন-শৃঙ্খলা রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচনী আধিকারিকদের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী রকম রয়েছে, কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে কি না- প্রশাসনগুলির থেকে তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে জেলা।

ইতিমধ্যেই ওই তিন কেন্দ্রে কত সংখ্যক স্পর্শকাতর বুথ রয়েছে, কতগুলি স্পর্শকাতর অঞ্চল রয়েছে সেই বিষয়ে কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে, যে অঞ্চলগুলিতে নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে, সেই অঞ্চলগুলি উন্নয়নের জন্য নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও