দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করলেন এসডিও

মানবিক সদর মহকুমাশাসক(SDO) সেখ রাকিবুর রহমান। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে (duare sarkar camp) গিয়ে নিজেই ফর্ম ফিলাপ করে দিলেন৷ সকাল থেকে দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্মফিলাপ করতে ভোগান্তির মুখে পরেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন সদর মহকুমাশাসক। সরকারি প্রকল্পের সুবিধা দিতে কোচবিহার শহরের দুয়ারে সরকার ক্যাম্প গুলি পরিদর্শন করার কথা ছিল সদর মহকুমাশাসকের। তবে তাকে দেখা গেল তিনি নিজের কাজের বাইরে সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন। এতে খুশি এলাকাবাসীরা। সদর মহকুমা শাসক সেখ রাকবুর রহমান বলেন, তিনি নিজে ফর্ম ফিলাপ করে দেওয়ায় কর্মীরা আরও বেশি উতসাহিত হবেন৷ তাই ক্যাম্প পরিদর্শনে এসে তিনি নিজেও ফর্মফিলাপ করে দেন সাধারন মানুষের। কোচবিহারের টাউন হাই স্কুলে এভাবেই অন্য ভূমিকায় দেখা গেল সদর মহকুমাশাসককে। কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ বলেন, সদর মহকুমাশাসকের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা সব সময় এভাবেই পাশে চান প্রশাসনের আধিকারিকদের।

advt 19

Previous articleফের ধস কালিম্পঙের রাস্তায়, আপাতত বন্ধ সরাসরি যাতায়াত
Next articleপুজোয় খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পেশাল গিফট পেল নীল-তৃণা