Thursday, August 21, 2025

কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা, সচিবালয় ঘেরাও চলছে

Date:

Share post:

কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা। মঙ্গলবার সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা ফলপ্রসূ হয়নি। কোনও সমাধান সূত্রে মেলেনি। এরপরই বিক্ষোভকারীরা কারনালে সচিবালয়ের দিকে এগোতে শুরু করেন। খট্টর সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যারিকেড, জল কামানের ব্যবস্থা রাখলেও কোনও লাভ হয়নি। ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান কৃষকরা। জল কামান ব্যবহার করেও তাঁদের আটকানো যায়নি।

কারনালের এক্সপ্রেসওয়েতে ২৮ অগস্ট পুলিশের লাঠিতে জখম হন একাধিক কৃষক। ওই ঘটনায় অভিযুক্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান কৃষকরা। পূর্ব ঘোষণা মতো এই দাবি নিয়ে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন কৃষকরা। সেই আলোচনা ভেস্তে যাওয়ায় আন্দোলনকারীরা মিনি সচিবালয়ে উদ্দেশ্যে রওনা দেন। একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল।

সন্ধ্যায় আন্দোলনকারী কৃষকরা মিনি সচিবালয়ে পৌঁছন। কাতারে কাতারে কৃষক সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, আমরা সচিবালয়ের গেটটি দখল করে নিয়েছি। কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আলোচনার জন্য আপাতত সময় নেই, সেটি পরেও হতে পারে। সমস্ত দাবি না মানা পর্যন্ত সচিবালয় ঘেরাও চলবে বলেও জানান তিনি।

ডিসি নিশান্ত কুমার যাদব, আইজি মমতা সিং এবং এসপি গঙ্গারাম পুনিয়া এবং অন্যান্য  ঊর্ধ্বতন কর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করলেও কোনও লাভ হয়নি। সচিবালয়ের বাইরে লঙ্গরও আয়োজন করা হয়েছে ।

 

advt 19

 

spot_img

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...