Saturday, August 23, 2025

‘অভিভাবক হওয়ার শখ হলে বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’, ধনকড়কে কড়া জবাব কুণালের

Date:

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি টুইট করে লেখেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা থামছেই না। বুধবার সকালে সকালে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে তার খুব চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে। নিজের টুইটে আবার পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

ধনকড়ের এই আচরণ ভোটের আগে ও পরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। বার বার তিনি বিজেপির প্রতি নিজের দুর্বলতা আচরণের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এখনও করছেন। এ নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধীরা। রাজ্যপাল হিসেবে যেখানে তার নিরপেক্ষ থাকার কথা সেখানে তার এহেন আচরণ সকলের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তার টুইটের পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইট করে ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন তার এই টুইট বিপ্লব মানুষ আর ভাল চোখে নিচ্ছে না। কুণাল ঘোষ এদিন আরো লেখেন, “টুইটে কুৎসার ফাঁপা বীরত্ব কত দেখাবেন?
বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান। সকাল থেকে এই আবর্জনার মত টুইটগুলোকে বাংলার মানুষ কীভাবে দেখেন, বুঝে যাবেন।”

তবে আপাতত কুণাল ঘোষের টুইটের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কোন প্রতিক্রিয়া দিতে দেখা দেখা যায়নি।

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version