Monday, November 3, 2025

‘অভিভাবক হওয়ার শখ হলে বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’, ধনকড়কে কড়া জবাব কুণালের

Date:

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি টুইট করে লেখেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা থামছেই না। বুধবার সকালে সকালে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে তার খুব চিন্তার বিষয় বলেই মনে হচ্ছে। নিজের টুইটে আবার পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

ধনকড়ের এই আচরণ ভোটের আগে ও পরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। বার বার তিনি বিজেপির প্রতি নিজের দুর্বলতা আচরণের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এখনও করছেন। এ নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধীরা। রাজ্যপাল হিসেবে যেখানে তার নিরপেক্ষ থাকার কথা সেখানে তার এহেন আচরণ সকলের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তার টুইটের পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইট করে ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন তার এই টুইট বিপ্লব মানুষ আর ভাল চোখে নিচ্ছে না। কুণাল ঘোষ এদিন আরো লেখেন, “টুইটে কুৎসার ফাঁপা বীরত্ব কত দেখাবেন?
বিজেপির অভিভাবক হওয়ার যদি এত শখ, বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান। সকাল থেকে এই আবর্জনার মত টুইটগুলোকে বাংলার মানুষ কীভাবে দেখেন, বুঝে যাবেন।”

তবে আপাতত কুণাল ঘোষের টুইটের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কোন প্রতিক্রিয়া দিতে দেখা দেখা যায়নি।

 

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version