এবার জালে ভুয়ো ডিএসপি, লালবাতি গাড়িতে ‘মদের আসর’!

এবার হুগলির চন্দননগরে (Chandannagar) ধৃত ভুয়ো ডিএসপি (Dsp)। চন্দননগর থানার কাছে রানিঘাট এলাকায় ভুয়ো ডিএসপি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠছে সিদ্ধার্থ চক্রবর্তী (Sidhratha Chakraborty) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি চন্দননগর বক্সিগলি এলাকার বাসিন্দা। শুধু ভুয়ো পরিচয় দেওয়াই নয়, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে সেখানে রীতিমতো মদের আসর বসিয়ে ছিলেন বলে অভিযোগ। রানিঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি সাদা স্কর্পিও গাড়িতে লালবাতির দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের। তাঁরা চন্দননগর থানায় খবর দেন। এরপর থানা থেকে পুলিশ আধিকারিকরা গিয়ে দেখেন গাড়িতে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ও লালবাতি লাগানো। গাড়ির কাচ তোলা ছিল। এরপর গাড়ির দরজা খুলে ডিএসপি পরিচয় দেওয়া সিদ্ধার্থ ও তাঁর সঙ্গে আরও দুজনকে দেখতে পান আধিকারিকরা। তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – ৪ অক্টোবর মানসের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে নির্বাচন 

এরপর ডিএসপি-র পরিচয়পত্র দেখাতে না পারায় গাড়িতে থাকা তিনজনকেই গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ (Arnab Ghosh) জানান, তদন্ত শুরু হয়েছে। ডিএসপি পরিচয় দিয়ে সিদ্ধার্থ আর কোনো কুকর্ম করেছেন কিনা তার তদন্ত শুরু হয়েছে।

 

advt 19

 

 

Previous articleকেন্দ্রের উল্টোপথে হেঁটে রাজ্যের পেনশন প্রকল্পের আওতায় আরও বেশি পরিবার
Next articleবিধানসভায় নমাজ-ঘর নিয়ে ঝাড়খণ্ডে বিতর্ক তুঙ্গে, গীতা পাঠের ঘর দাবি বিজেপির