#Ganesh Chaturthi গণেশ চতুর্থী  উপলক্ষে বন্ধ রাখতে হবে মাংসের দোকান

গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে বন্ধ রাখতে হবে মাংসের দোকান৷ এমনকী বন্ধ থাকবে কসাইখানা৷ এমনই নির্দেশিকা জারি করল বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP)৷
১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী৷ গোটা ভারতেই ধুমধাম করে উদযাপন হয় দিনটি৷ এমন এক ধর্মীয় উৎসবের দিন মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে৷ ওই দিন মাংস কেনা-বেচা নিষিদ্ধ৷
এর আগে জন্মাষ্ঠমীর দিনও মাংস কেনা-বেচার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷

 

 

advt 19

 

 

Previous articleসংক্রমণ রুখতে পুজোতে ভিড় ঠেকানোই প্রশাসনের কাছে এবার বড় চ্যালেঞ্জ
Next article‘জেতা আমাদের ডিএনএতে রয়েছে’, বললেন লাল-হলুদের নতুন কোচ ম‍্যানুয়েল মানোলো ডিয়াজ