সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিমতলা ঘাট স্ট্রিট। একটি কাঠের গুদামে আগুন লেগেছে বলে খবর। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এলাকায় রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন স্থানীয় বিধায়ক শশী পাঁজা ও দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন:এবার আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
শুক্রবার সকাল পৌনে ৮টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আগুন আশেপাশের বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই পুড়ে ছাই হয়ে যায় কাঠের গুদাম লাগোয়া ২০ থেকে ২৫টি বাড়ি। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেতেই এলাকায় পৌঁছে যায় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ৮টি ইঞ্জিন এসে পৌঁছেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলবাহিনীকে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

খবর পেয়েই এলাকায় ঘটনাস্থলে যান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। এলাকায় পৌঁছে তিনি বলেন, “এলাকাটা বেশ বড়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। তবে মানুষের কোনও ক্ষতি হয়নি। দোকান পুড়েছে। ব্যবসার ক্ষতি হবে।” অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে স্থানীয়দের সঙ্গে কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

