এবার আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

এবার মিশন ত্রিপুরা। তানাশাহি বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে পথে নামছে তৃণমূল কংগ্রেস, নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সাংগঠনিক কাজে ত্রিপুরা যাওয়ার আগে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের খবর।

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফলের পর নতুন দায়িত্ব নিয়েই অভিষেক জানিয়ে ছিলেন, বাংলার বাইরে কয়েক জন বিধায়ক, সাংসদ বাড়ানো তাঁর লক্ষ্য নয়। যে রাজ্যে তৃণমূল যাবে, সেখানে সরকার গঠনের জন্যই যাবে।

‘২৪-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার বাইরে তৃণমূলের প্রথম টার্গেট পড়শি রাজ্য ত্রিপুরা। ২৩শে ত্রিপুরায় বিধানসভা ভোট। বাঙালি অধ্যুষিত উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে মানুষ চাইছেন। স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন এ রাজ্যের নেতা-মন্ত্রীরা। বিজেপি গুণ্ডাদের হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা, মিথ্যা মামলায় জেলে পাঠানো হচ্ছে। বিরোধীদের অফিসে ঢুকে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আর তাতে জেদ বাড়ছে। মানুষ সঙ্গবদ্ধ হচ্ছেন তৃণমূলের পতাকার নিচে। ইতিমধ্যেই সেখানে কয়েকবার গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেবল যাচ্ছেনই না, ত্রিপুরার রাজধানী আগরতলায় ঐতিহাসিক পদযাত্রাও করবেন তিনি। সেদিন আগরতলা উপচে পড়বে বলেই রাজনৈতিকমহল মনে করছে।

তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরায় পদযাত্রা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এরাজ্যের তৃণমূলের বহু শীর্ষ নেতা। থাকতে পারে শিল্পী, সংস্কৃতি, ক্রীড়া মহলের ব্যক্তিত্বরাও। ত্রিপুরায় দলীয় কার্য়ালয় তৈরি করতেও উদ্যোগ নিয়েছে তৃণমূল। এবার ত্রিপুরা সফরে সেই কার্যালয়ের উদ্বোধন করতে পারেন অভিষেক। সবমিলিয়ে ২০২৪-এর লোকসভা ভোটের আগে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে উৎখাতের লক্ষ্যে প্রথম বড়সড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন:কলকাতার নগরপালের পদোন্নতি, নির্দেশিকা স্বরাষ্ট্র দফতরের

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleএই রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল, কোনটিতে যাওয়া ঠিক? জেনে নিন