Monday, August 25, 2025

পূর্ব ভারতের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেল জেআইএস গ্রুপ ইডুকেশনাল ইনিসিয়েটিভস

Date:

পশ্চিমবঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান JIS Group Educational Initiatives। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রতিষ্ঠানটিকে চলতি বছরে ভারতের ২০তম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছেন। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক চলতি বছরে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে চতুর্থ স্থানাধিকারী হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন: চিনকে টেক্কা দিতে এ বার তৈরি ভারতের নৌসেনার ক্ষেপণাস্ত্র ‘আইএনএস ধ্রুব’

এই অসাধারাণ কৃতিত্বের জন্য ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর তারানজিৎ সিং ইনস্টিটিউটের সকল কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, এই অসাধারণ সাফল্য আমাদের ইনস্টিটিউটের শ্রেষ্ঠত্বের পাশাপাশি শিক্ষা পদ্ধতি ও শিক্ষণের শ্রেষ্ঠত্বকেই প্রমাণ করে।

JIS-গ্রুপের সোদপুর ক্যাম্পাসে অবস্থিত গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি (জিএনআইটি) চলতি বছরে প্রথমবারের মতো এনআইআরএফ(NIF)র‍্যাঙ্কিং-এ খ্যাতি অর্জন করেছে। অন্যদিকে নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজি(NIT, গুরুনাঙ্ক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড টেকনোলজি(GNIPTS) এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (JISSE) প্রতিবছরের ন্যায় এবছরও এনআইআরএফ ( NIF)-এর র‍্যাঙ্কিং-এর ধারাবাহিকতা বজায় রেখেছে এবং তাদের নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে।

প্রসঙ্গত, JIS Group Educational Initiatives পূর্ব ভারতের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে তাদের মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে ১৪০টি কোর্স এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের অধীনে রয়েছেন।   JIS গ্রুপ শিক্ষার্থীদের পঠনপাঠনের সঙ্গে সঙ্গে তাদের বিশ্বমানের পেশাদার ও বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়ে নিজস্ব কোর্সে পঠন-পাঠন সম্প্রসারণ করছে। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ল্যাবরেটরি স্থাপন,বিভিন্ন কেন্দ্র ও বিভাগ গঠন করা, প্রশিক্ষণের উপর জোর দেওয়া ক্যাম্পাস ইন্টারভিউয়ের উপর জোর দেওয়া ইত্যাদি নানান পদক্ষেপ নিয়েছে।

a

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version