এক যুবকের মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি রাজারহাটে

এক যুবকের মৃত্যুর অভিযোগে হুলুস্থুল পরিস্থিতি রাজারহাট থানায়। অভিযোগ, দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে গণ্ডগোলের মধ্যে ওই যুবক সঞ্জয় ঘোষকে বেধড়ক মারধর করা হয়। মারতে মারতেই তাঁকে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এর পর লক আপে থাকার সময় অসুস্থ হয় মারা যায় সে। এই মৃত্যুকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজারহাট চাঁদপুরে দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে ব্যাপক ভিড় হয়। রাজ্যের নয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধা নিতে হাজির হওয়া বিশাল সংখ্যক মানুষের ভিড় সামাল দিতে ততপর ছিল প্রশাসন। সেই ভিড়কে কেন্দ্র করে ঠেলাঠেলি, গুঁতোগুতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় যুবক সঞ্জয় ঘোষকে সেই লাইন থেকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, থানায় পুলিশের মারে অসুস্থ হলে সঞ্জয়কে নিয়ে যাওয়া রেকজোয়ানী ব্লক হাসপাতালে। কিন্তু সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। এর পর সঞ্জয়কে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে বিজেপি যুবককে তাদের কর্মী বলে দাবি করে।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই দাবি মানতে চাননি।

 

advt 19

 

Previous articleমনোনয়ন জমা দিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন, “মোর নাম এই বলে…”
Next article“CPIM-কে ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি”, ত্রিপুরায় বার্তা কুণালের