Friday, January 16, 2026

ত্রিপুরা : অভিষেকের পদযাত্রা ঘিরে উদ্দীপনা, বুথভিত্তিক মহিলা সংগঠনের ডাক দিয়ে কর্মিসভা

Date:

Share post:

আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরায় উদ্দীপনা ক্রমশ বাড়ছে। সেদিন সকালেই আগরতলা আসবেন অভিষেক। দুপুর দুটোয় রবীন্দ্রভবন থেকে পদযাত্রা শুরু। শেষ হবে ওরিয়েন্ট চৌমহনীতে। সেখানে বক্তব্য রাখবেন অভিষেক। এরপর ত্রিপুরার শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেশ কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। অভিষেকের এই সফরকে ঘিরেই কৌতূহলে মেতে উঠছে ত্রিপুরা। কোভিড সতর্কতা মেনেই পদযাত্রার প্রস্তুতি নিচ্ছেন নেতৃত্ব। শনিবার এনিয়ে দফায় দফায় বৈঠক করেন সংগঠকরা।

শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের একটি সভা হয়। ছিলেন সভানেত্রী সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, শর্মিষ্ঠা দেব-সহ নেত্রীরা। ছিলেন জয়া দত্ত, পারমিতা সেন প্রমুখ। আমন্ত্রিত হিসেবে যান কুণাল ঘোষ, সুবল ভৌমিক, আশিসলাল সিং, মামুন খান। ছিলেন বিশ্বজিৎ দাস, শক্তিপ্রতাপ সিং প্রমুখ। জেলাওয়ারি, বুথভিত্তিক সংগঠন গঠন নিয়ে আলোচনা হয়। একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির অপশাসন আর অত্যাচার। এর বিরুদ্ধে লড়াই এবং তার সঙ্গে বাংলার তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির রূপায়ণের জন্য ত্রিপুরায় তৃণমূল সরকার গঠনের সমর্থনে প্রচারের রূপরেখা তৈরি হয়। মহিলারা যেভাবে সোচ্চার হয়ে এগিয়ে আসেন, তাতে সভা জমে ওঠে। সেখান থেকেও ১৫ সেপ্টেম্বর অভিষেকের পদযাত্রা সফল করার স্লোগান ওঠে। কাকলি এবং সুস্মিতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যেভাবে মহিলাদের স্বীকৃতি ও দায়িত্ব দেন, আর কোনও দল তা দেয় না। সভাস্থলে এসে অনেকে তৃণমূলে যোগদান করেন।

দলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলায় বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে ফ্লপ শো করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন বাংলার উপনির্বাচনে বিজেপির প্রচারকের তালিকায় অন্য রাজ্যের বক্তারা থাকলেও বিজেপির একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রীর নাম বাদ। বাংলার বিজেপিই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নম্বর দিচ্ছে না। বুঝে গিয়েছে উনি এলে ক্ষতি, কারণ ত্রিপুরার মানুষই অসন্তুষ্ট।  বিজেপিই যখন বাদ দিচ্ছে, ত্রিপুরার মানুষও তাঁকে বাদ দিয়ে দেবেন।

advt 19

 

spot_img

Related articles

নতুন বছরেই বাড়ল সম্পত্তির পরিমাণ, বড় বিনিয়োগ বিরুষ্কার

সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়াচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli), ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাতেও...

বাংলায় বলায় ‘বাংলাদেশি’ তকমা, মুর্শিদাবাদের যুবককে ঝাড়খণ্ডে খুনের প্রতিবাদে উত্তাল বেলডাঙ্গা

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার যুবককে বাংলাদেশি তকমা! ঘর থেকে উদ্ধার আলাউদ্দিন শেখ (Alauddin Shaikh) নামে মুর্শিদাবাদের...

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...