Wednesday, August 27, 2025

মন্ত্রী-বিধায়কদের নামে চার্জশিট দেওয়ায় “আইনি গলদ”, এবার সিবিআই-ইডিকে তলব স্পিকারের

Date:

Share post:

বিভিন্ন বড় বড় মামলায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নেতা-মন্ত্রী-জন প্রতিনিধিদের তলব করে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED. নজিরবিহীন ভাবে এ বার দুই কেন্দ্রীয় সংস্থাকে তলব করতে চলেছেন রাজ্য বিধানসভার (West Bengal Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

কিন্তু কেন?

জানা গিয়েছে, নারদ মামলায় (Naroda Case) রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট জমা দেয় ইডি। সেই সূত্রেই ইডি-র বিশেষ আদালত তাঁদের নামে সমনও জারি করে। সেই সমন স্পিকারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পৌঁছতে পাঠানো হয় বিধানসভায়। কিন্তু সমন পৌঁছনোর দায়িত্ব বিধাসনভার নয়, জানিয়ে তা সংশ্লিষ্ট মন্ত্রী-বিধায়কদের কাছে পাঠাতে অস্বীকার করেন স্পিকার।

বিষয়টি নিয়ে এখানেই থেমে যাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই চার্জশিট জমার প্রক্রিয়া নিয়েই প্রবল আপত্তি তুলেছেন তিনি। স্পিকারের না জানিয়ে, তাঁর অনুমোদন ছাড়াই CBI ও ED ওই চার্জশিট দিয়েছে। তাই জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে আইন রয়েছে তা ‘’ইচ্ছাকৃত ভাবে লঙ্ঘন’’ করা হয়েছে বলেই দাবি বিধানসভার সচিবালয়। কেন এমন পদক্ষেপ CBI ও ED-এর, তার ব্যাখ্যা জানতেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই কর্তাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার।

আরও পড়ুন:হরিদেবপুরে লেদ কারখানায় উদ্ধার গলার নলি কাটা মৃতদেহ, তদন্তে পুলিশ

CBI ও ED-কে তলব করে স্পিকারের যে চিঠি দিচ্ছেন, সেখানে বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে বিধানসভা বা লোকসভার স্পিকারের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে তা করা হয়নি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এমন আচরণ-কে একেবারেই হাকভাভাবে নিচ্ছে না রাজ্য বিধানসভা। স্পিকারের উপস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে বিধানসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, সেই চিঠি অবিলম্বে দুই তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে।

advt 19

 

spot_img

Related articles

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...