Thursday, December 25, 2025

মন্ত্রী-বিধায়কদের নামে চার্জশিট দেওয়ায় “আইনি গলদ”, এবার সিবিআই-ইডিকে তলব স্পিকারের

Date:

Share post:

বিভিন্ন বড় বড় মামলায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নেতা-মন্ত্রী-জন প্রতিনিধিদের তলব করে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED. নজিরবিহীন ভাবে এ বার দুই কেন্দ্রীয় সংস্থাকে তলব করতে চলেছেন রাজ্য বিধানসভার (West Bengal Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

কিন্তু কেন?

জানা গিয়েছে, নারদ মামলায় (Naroda Case) রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট জমা দেয় ইডি। সেই সূত্রেই ইডি-র বিশেষ আদালত তাঁদের নামে সমনও জারি করে। সেই সমন স্পিকারের মাধ্যমে অভিযুক্তদের কাছে পৌঁছতে পাঠানো হয় বিধানসভায়। কিন্তু সমন পৌঁছনোর দায়িত্ব বিধাসনভার নয়, জানিয়ে তা সংশ্লিষ্ট মন্ত্রী-বিধায়কদের কাছে পাঠাতে অস্বীকার করেন স্পিকার।

বিষয়টি নিয়ে এখানেই থেমে যাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই চার্জশিট জমার প্রক্রিয়া নিয়েই প্রবল আপত্তি তুলেছেন তিনি। স্পিকারের না জানিয়ে, তাঁর অনুমোদন ছাড়াই CBI ও ED ওই চার্জশিট দিয়েছে। তাই জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে আইন রয়েছে তা ‘’ইচ্ছাকৃত ভাবে লঙ্ঘন’’ করা হয়েছে বলেই দাবি বিধানসভার সচিবালয়। কেন এমন পদক্ষেপ CBI ও ED-এর, তার ব্যাখ্যা জানতেই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই কর্তাকে তলব করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার।

আরও পড়ুন:হরিদেবপুরে লেদ কারখানায় উদ্ধার গলার নলি কাটা মৃতদেহ, তদন্তে পুলিশ

CBI ও ED-কে তলব করে স্পিকারের যে চিঠি দিচ্ছেন, সেখানে বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে বিধানসভা বা লোকসভার স্পিকারের অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে তা করা হয়নি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এমন আচরণ-কে একেবারেই হাকভাভাবে নিচ্ছে না রাজ্য বিধানসভা। স্পিকারের উপস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে বিধানসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, সেই চিঠি অবিলম্বে দুই তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে।

advt 19

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...