স্বপ্ন পূরণ নীরজের, পরিবারকে চড়ালেন বিমানে

0
1

সব সন্তানেরই স্বপ্ন থাকে নিজের মা-বাবার জন‍্য কিছু করার। তাদের পাশে থাকার। তাদের মুখে হাসি ফোটনোর। এরকমই স্বপ্ন দেখেছেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympic) সোনার পদক জয়ী জ‍্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া( Neeraj Chopra)। অলিম্পিক্সে সোনা জিতে যেমন বাবা-মায়ের মুখে হাসি ফুটিয়ে প্রথম স্বপ্ন পূরণ করেছেন। শনিবার দ্বিতীয় স্বপ্ন পূরণ করলেন নীরজ। মা-বাবাকে প্রথম বিমানে চড়িয়ে।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নীরজ লেখেন,” আজ আমার একটি ছোট্ট স্বপ্ন পূরণ হল। যে আমি আমার মা-বাবা পরিবারকে তাদের প্রথম বিমানে চড়াতে পারলাম।”

আর এই ছবি পোস্ট হতেই নেটিজেনদের মন কুড়িয়েছে টোকিও অলিম্পিক্সের সোনার ছেলে।

আরও পড়ুন:মিশন এএফসি কাপ, এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে দুবাইতে প্রস্তুতি শিবির বাগান ব্রিগেডের