বিরোধী দলনেতাকে এজেন্সি তলব করছে না কেন? প্রশ্ন সূর্যকান্তের

সম্প্রতি অতিসক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিভিন্ন মামলায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে তলব ফের ঘনঘন তলব শুরু করেছে CBI কিংবা ED। হেনস্থা করার জন্যই কেন্দ্রের শাসক দকের রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কাজ বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের বিরোধিতা করলেই এজেন্সি দিয়ে হয়রান করা হচ্ছে তৃণমূল নেতা-মন্ত্রীদের।

আরও পড়ুন-মিথ্যার ঢাক না পিটিয়ে মমতার থেকে শিখুন, আর্থিক দুরবস্থা নিয়ে নির্মলাকে তোপ অমিতের

এবার একই অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করেন সূর্যকান্ত। তাঁর প্রশ্ন, “অনেককে ইডি-সিবিআই ডাকছে, ডাকুক। কিন্তু যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিধানসভার নেতা হয়েছেন তাঁকে কেন ডাকা হচ্ছে না?”

এরপরই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED-এর সমালোচনা করে CPIM রাজ্য সম্পাদক বলেন, ৭ বছর ধরে এক একটা মামলার তদন্ত হচ্ছে। CBI কোনও রিপোর্ট দিতে পারছে না। এখন আবার বেছে বেছে ডাকা হচ্ছে। যাঁরা কেলেঙ্কারির সঙ্গে জড়িতে তাদের সবাইকে ডাকতে হবে। বিরোধী দলনেতা হলেও ডাকতে হবে।

advt 19

 

Previous articleস্বপ্ন পূরণ নীরজের, পরিবারকে চড়ালেন বিমানে
Next articleকালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল