Thursday, November 13, 2025

৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার

Date:

গত শনিবার ৯/১১ জঙ্গি হামলার ২০ তম বার্ষিকী পালন করেছে আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ। আর এই দিনে এক মেমো প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সৌদি আরবের হাত ছিল। স্বাভাবিকভাবেই এই মেমো প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

বাইডেন প্রশাসনের তরফে যে মেমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে নাম রয়েছে ওমর বায়ুমির। সেই সময় বায়ুমির পরিচয় একজন ছাত্র হিসেবে থাকলেও , সরাসরি তার যোগ ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল চক্রী আল-কায়দার সঙ্গে। একই সঙ্গে সৌদি আরবে গোয়েন্দা কর্মী হিসেবেও ওমর বায়ুমি কাজ করত বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন থেকে চারটি বিমান হাইজ্যাকে ওমর বায়ুমির বিশেষ ভূমিকা ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযুক্ত এই ওমর বায়ুমিকে শনাক্ত করেছে একটি সূত্র। ২০০৯ ও ২০১৫সালে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে ওমর বায়ুমির পরিচয় ছিল বলেও দাবি করেছেন তিনি। নথিতে বায়ুমির সঙ্গে আরও দুই বিমান ছিনতাইকারী নওয়াজ আল হাজমি ও খালিদ আল মিডহারের মধ্যে যোগাযোগের পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। লস এঞ্জেলেসের কিং ফাদ মসজিদের রক্ষণশীল ইমাম আর সেখানের সৌদি কনস্যুলেটের এক কর্তা ফাহাদ আল থুমাইরির সঙ্গে বিমান ছিনতাইকারীদের যোগাযোগ ছিল বলেও রিপোর্টে বলা হয়েছে। আর এইসব রিপোর্ট প্রকাশ্যে আসতেই সন্দেহের নজর ঘুরেছে সৌদি আরবের দিকে।

আরও পড়ুন:কৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

আমেরিকার প্রকাশিত মেমোতে বলা হয়েছে সন্দেহভাজনদের টেলিফোন নাম্বার খতিয়ে দেখা হয়েছে। তাতে স্পষ্ট বায়ুমির সঙ্গে যোগাযোগ ছিল জঙ্গিদের। মেমোতে বলা হয়েছে হামজি আর মিধাকে নিয়োগ করা হয়েছিল বায়ুমিকে সাহায্য করার জন্য । মূলত থাকার ব্যবস্থা করা, আর্থিক সহযোগিতা করার আর প্রয়োজনে অনুবাদক জোগাড় করে দেওয়া।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version