Friday, August 22, 2025

আমন্ত্রণ নেই ভারতের ,চিন, রাশিয়া-সহ এশিয়ার ৫ দেশের গুপ্তচর প্রধানদের সঙ্গে বৈঠক ISI প্রধানের

Date:

Share post:

পঞ্জশির দখলের আগে তালিবানদের সঙ্গে বৈঠকে বসেছিলেন।সম্প্রতি পাঁচ দেশের বিদেশমন্ত্রীদের নিয়েও বৈঠক করেন। শুক্রবার দেশে ফিরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চিন, রাশিয়া-সহ আরও পাঁচটি দেশের গুপ্তচর প্রধানদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন জেনারালে ফায়েজ হামিদ। এর আগে কাবুল সফরে গিয়ে আফগান-পাকিস্তান বাণিজ্যিক চুক্তি,  অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা সেরেছেন তাঁরা।সূত্রের খবর এদিনের বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিল না ভারত।

আরও পড়ুন:কৃষক বিদ্রোহ: পিছু হটল বিজেপি সরকার, তদন্তের নির্দেশ অভিযুক্ত IAS অফিসারের বিরুদ্ধে

জানা গেছে বৈঠকটি ডেকেছিলেন পাকিস্তানের ISI-এর প্রধান জেনারেল ফায়েজ হামিদ। এদিনের বৈঠকে হজির ছিলেন চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধানরা। যদিও গত সপ্তাহে এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছিল। তবে সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী অনুপস্থিত ছিলেন। শনিবারের বৈঠকে যোগ দিয়েছিল রাশিয়াও। শুক্রবারই কাবুল থেকে ফিরেছেন আইএসআই প্রধান হামিদ। তারপর এই বৈঠক।যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকমহল।

সূত্রের খবর, বৈঠকে আইএসআই প্রধান মূলত পাকিস্তান ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানেই উঠে এসেছে তালিবান নেতৃত্বের সঙ্গে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। এছাড়াও এদিন বৈঠকে আফগানিস্তানের অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালিবান। তার নেতৃত্বে মহম্মদ হাসান অখুন্দ। নতুন সরকারের শপথগ্রহণে ৬টি দেশকে আমন্ত্রণ করেছিল তালিবান। তারা হল- রাশিয়া, চিন, তুরস্ক, ইরান, পাকিস্তান ও কাতার। যদিও সংবাদমাধ্যমের খবর, ওই অনুষ্ঠান বাতিল করেছে তারা। ৯/১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার দিনে এই অনুষ্ঠান রাখা হয়েছিল বলে আপত্তি তুলেছিল রাশিয়া। তাদের চাপেই সরে আসতে বাধ্য হয় তারা।

advt 19

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...