Monday, August 25, 2025

‘বিপদ’ বিজেপি, ত্রিপুরায় তৃণমূলের লাগাম শক্ত হতেই বঙ্গ সফরে মানিক সরকার

Date:

Share post:

বিজেপিকে(BJP) ক্ষমতাচ্যুত করতে ২৩-এর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরাতে(Tripura) ঘাঁটি শক্ত করছে তৃণমূল(TMC)। অন্যদিকে বিরোধীদের রুখতে মরিয়া গেরুয়া শিবির হামলা ও মামলা কোনও পন্থা বাকি রাখছে না। এহেন পরিস্থিতিতে এবার বিজেপির বিপদ বোঝাতে বঙ্গে পা রাখতে চলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার(Manik Sarkar)। আগামী ২ অক্টোবর সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। ‌ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রধান বক্তা হিসেবে এই সম্মেলনে আনছে ডিওয়াইএফআই(DYFI)। বিজেপি কীভাবে এদেশের ছাত্র ও যুব সমাজকে বিপথে পরিচালিত করছে নিজের ভাষণে সেটাই তুলে ধরবেন মানিক সরকার।

বর্তমান পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এর দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে বামেদের নজরে প্রধান শত্রু বিজেপি। তৃণমূল অবশ্য শত্রু তালিকায় পড়লেও অন্তরে বিজেপি বিরোধী শক্তি হওয়ার ফলে বিরোধিতার ঝাঁঝ অতটাও তীব্র নয়। একইসঙ্গে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চে তৃণমূলের সঙ্গে শামিল হয়েছে বামেরাও। এই পরিস্থিতিতে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে আলিমুদ্দিনের ভরসা সেই মানিক সরকার। ২ অক্টোবর রায়গঞ্জের যুব সংগঠনের রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ থেকে মূলত বিজেপির বিরুদ্ধেই সুর চড়াবেন মানিক। যেখানে উপস্থিত থাকবেন দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

আরও পড়ুন:আফগানিস্তানেই সুরক্ষিত আছেন মাসুদ দাবি এনআরএফ-এর

রাজ্যে বামেদের এই প্রকাশ্য সভায় মানিক সরকার যে বিজেপির বিরোধিতা করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূল নিয়ে তাঁর অবস্থান কী আপাতত সে দিকেই নজর রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে তৃণমূলের সঙ্গে ঘুরিয়ে জোটের বার্তা দিয়ে গিয়েছিলেন মানিক। তারপর থেকে অবশ্য অনেক জল ঘোলা হয়েছে রাজনীতিতে। তৃণমূল এখন বঙ্গের গণ্ডি পেরিয়ে ত্রিপুরার রাজনীতিতে বেশ খানিকটা গুরুত্ব বাড়িয়ে ফেলেছে। শুধু তাই নয় প্রকাশ্যে বামপন্থীদের সমর্থনও চেয়েছে তৃণমূল নেতৃত্ব। এমন অবস্থায় মানিক সরকার রাজ্যে এসে তৃণমূলকে কাছে টানার বার্তা দেবেন, নাকি দূরত্ব রাখার পন্থা? সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

advt 19

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...