বারুইপুরে উদ্বোধন করা হল ‘মার্লিন ঐক্য’ নামে একটি আবাসিক প্রকল্পের

বারুইপুরে ‘মার্লিন ঐক্য’ নামে একটি আবাসিক প্রকল্পের উদ্বোধন করা হল। আজ, রবিবার এই উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক কার্নিভালের আয়োজন করা হয়েছিল। যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আঙ্গিকে করা হয়েছিল। ‘উৎসব’ নামে একটি রেসিডেনশিয়াল ক্লাব রয়েছে। এই ক্লাবটি সম্পূর্ণভাবে ‘মার্লিন ঐক্য’ আবাসিক প্রকল্পের মধ্যেই।

প্রস্তাবিত প্রকল্প “ঐক্য” প্রায় ৫.২ একর এলাকা জুড়ে থাকবে। এটি ৮০০ টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩০০ টি অ্যাপার্টমেন্ট চালু করা হবে। 1 BHK ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট এবং 3 BHK ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩.৫ লক্ষ, ১৯ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা হবে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এদিন বলেন, “বারুইপুর, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর বৃহত্তর কলকাতায় রিয়েল এস্টেট সম্পত্তির সম্প্রসারণের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। বারুইপুরে গত চার থেকে পাঁচ বছরে রিয়েল এস্টেটের কাজ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বারুইপুরে সহজে যাতায়াত করা যায়। এখানে ভালো স্কুল, ব্যাঙ্ক এবং হাসপাতালও রয়েছে।”

advt 19

 

Previous articleগুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিজেপির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত
Next articleউত্তরপ্রদেশের পর এবার দিল্লি, অজানা জ্বরে কাঁপছে রাজধানী