এবার খেলবো ত্রিপুরার মাটিতে, গোল দেব ছক পাল্টে: অনুব্রত

মিশন ত্রিপুরা। লক্ষ্য তেইশের বিধানসভা নির্বাচন। এবার ত্রিপুরায় খেলা হবে। বিপ্লব দেবের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানাতে ত্রিপুরা যাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

কীভাবে খেলবেন? ত্রিপুরায় তো হোম ম্যাচ নয়!

অনুব্রত মণ্ডলের জবাব, “ছক পাল্টে খেলব। রেফারি হব না। খেলতে ভালোবাসি। তাই আমি এবার খেলতে যাব ত্রিপুরায়। কর্নার থেকেও গোল করবো।”

রবিবার তৃণমূলের এক কর্মসূচিতে বিজেপি সহ অন্য দলের অনেক নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, ভোটের আগে বিজেপি নেতৃত্ব যেভাবে মিথ্যে বলেছে তাতে কেউ আর ওই দলে থাকতে চাইছে না। তাই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে।

আরও পড়ুন- অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

advt 19

 

Previous articleঅর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা
Next articleকৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর