Monday, November 10, 2025

রাজ্যের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচন বা উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেনা হাইকোর্ট ৷ এ বিষয়ে শুনানির জন্য আরও ৬ মাস মামলাকারীকে অপেক্ষা করতেও বলা হয়েছে৷ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে,রাজ্যের নির্বাচন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির প্রয়োজনই নেই৷ কারণ, তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি৷

 

প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ঘোষণার পরই হাইকোর্টে মামলা করে দাবি করা হয়

বাকি শূণ্য আসনেও একইসঙ্গে ভোট ঘোষণা করতে হবে৷ এদিনের শুনানিতে এই সওয়ালের পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিধানসভা উপনির্বাচন বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে রুজু করা জনস্বার্থ মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট কোনওভাবেই হস্তক্ষেপ করবে না৷ কারণ হিসেবে প্রধান বিচারপতি জানান, এই ধরনের মামলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি৷ তাই এখন শুনানিরও কোনও প্রয়োজন নেই। হাইকোর্ট এদিন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত মনে করছে, এই মুহূর্তে এ ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার পরিস্থিতি এখনই নেই৷ নির্বাচন কমিশন সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এই ইস্যুতে মামলা করতে হলে মামলাকারী রমাপ্রসাদ সরকারকে আগামী ৬ মাস অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করেছে৷

 

এর পাশাপাশি সব্যসাচী চট্টোপাধ্যায়ের রুজু করাভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে করা আর এটি জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই এদিন প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর৷

 

advt 19

spot_img

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...