Monday, August 25, 2025

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আদালত অবমাননার মামলায় অব্যাহতি দিল হাইকোর্ট

Date:

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালত অবমাননা মামলায় অব্যাহতি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য আদালতে সশরীরে হাজির দেন।আদালতে তিনি জানান, ইতিমধ্যেই মামলাকারীদের শিক্ষক পদে নিয়োগপত্র পশ্চিম মেদিনীপুর পর্ষদের তরফে পৌঁছে দেওয়া হয়েছে৷ মামলাকারীরা হাতে নিয়োগপত্র পেয়েও গিয়েছেন।

 

শুনানি চলাকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন এবং আপনি একজন শিক্ষক ।মামলাকারীরা আপনার সন্তানের সমতুল৷ আপনার অনেক টাকা থাকতে পারে ,কিন্তু যারা মামলা করেছেন তারা গত দু’বছর ধরে হাইকোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন অনেক কষ্ট করে। বিষয়টা আপনার অবশ্যই নজর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল৷ কিন্তু আপনি তা করেননি৷ হাইকোর্টে এমন একাধিক মামলা রয়েছে৷ এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করেন এবং আপনি যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নেন, তাহলে ভালো হয়৷ বিচারপতি বলেন, আমি আশা করবো যে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই মামলাগুলির দিকে লক্ষ্য রেখে অবিলম্বে মামলাকারীদের সুরাহার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে যে সমস্ত পদ খালি হবে এবং সেই পদে নিয়োগ হবে, তা যাতে অতি দ্রুত দেখুন৷ পাশাপাশি যাতে স্বচ্ছতার সাথে হয় আপনি ব্যক্তিগতভাবে সেদিকেও নজর দেবেন, আপনার কাছে এই প্রত্যাশা করে আদালত।

 

এর উত্তরে মানিক ভট্টাচার্য আদালতে জানান, আমি অত্যন্ত দুঃখিত৷ আমি সত্যিই তাদের পিতার সমতুল্য৷ বিভিন্ন সমস্যার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, তবে আমরা চেষ্টা করি যাতে আবেদনকারীরা উপযুক্ত সুরহা পান৷ আমি ভবিষ্যতে সেদিকে অবশ্যই নজর রাখব।” এর পরই আদালত অবমাননা সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ওই মামলা থেকে রেহাই দেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে৷

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version